আজকের শিরোনাম :

তাড়াইলে উৎসাহ-উদ্দীপনায় গণটিকা নিলেন জনসাধারণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ১০:২৩

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের ৩ হাজার ৯ শত ৪৫ জান জনসাধারণ প্রথম ডোজ গণটিকা গ্রহণ করেছেন।

গতকাল ৭ আগস্ট শনিবার সকালে উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি ওয়ার্ডের ২১টি বুথে গণটিকা প্রদানের কার্যক্রম একসাথে শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীবৃন্দ।

উৎসাহ-উদ্দীপনায় মধ্যে দিয়ে উপজেলার  প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে  কোভিড১৯ এর  গণটিকা গ্রহণ করেন।উপজেলার ৭ টি কেন্দ্রে ১ হাজার ৮ শত ২৪ জন পুরুষ ও ১ হাজার ১ শত ২১ নারী উক্ত টিকা গ্রহণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.আলমাছ হোসেন বলেন, আজ ৭ জুলাই উপজেলার ৭ টি ইউনিয়নে ৪ হাজার ২ শত জন জনসাধারণকে গণটিকা প্রদানের কার্যক্রম হাতে নেয়া হয়েছিল সকাল থেকে দুপুর পর্যন্ত ৩ হাজার ৯ শত ৪৫ জন নারী -পুরুষ কোভিড১৯ এর টিকা গ্রহণ করেছেন।

এবিএন/মো.সুমন মিয়া/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ