আজকের শিরোনাম :

২৪ ঘণ্টা পর লালমনিরহাট-ঢাকা রেল যোগাযোগ সচল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩১

২৪ ঘণ্টা পর লালমনিরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সচল হয়েছে।  বগুড়ার সোনাতলা এলাকার দেবে যাওয়া ব্রীজটি মেরামত করার পর এ রুটে রেল যোগাযোগ সচল হয়।  আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন।

এর আগে শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ রেল রুটের বগুড়া সোনাতলা ৩৫/এফ নম্বর ব্রীজের একাংশ দেবে গেলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট-ঢাকা রুটের বগুড়ার সোনাতলা এলাকায় শনিবার দুপুরে ২৫/এফ নম্বর ব্রীজ বন্যার পানির কারণে দেবে যায়।  ফলে এ রুটে যোগাযোগ বন্ধ হয়ে যায়।  রেলওয়ে প্রকৌশল বিভাগ শনিবার বিকেলে ব্রীজ মেরামত কাজ শুরু করলে রবিবার দুপুর দেড়টায় যোগাযোগ সচল হয়। বগুড়ার সোনাতলা স্টেশনে অপেক্ষায় থাকা দোলন চাঁপা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টায় মেরামত করা ব্রীজ অতিক্রম করেছে বলে জানান তিনি।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ