আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৭

দুপচাঁচিয়ায় সোভা অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ও সুইড বাংলাদেশের সহযোগিতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) বিষয়ক ৬দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

 এ উপলক্ষে রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে অত্র বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল আজাদ লিটন এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক বিপ্লব হোসেনের পরিচালনায় এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শিল্পপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউল ইসলাম, অধ্যক্ষ আবুল বাশার, সাবেক ব্যাংকার আজিজুল হক, এ্যাড. উৎপল কুমার বাগচী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ মহল প্রমুখ।  উক্ত প্রশিক্ষণে সুইড বাংলাদেশের প্রশিক্ষক ইদ্রিস আলী ও শাহাদত হোসেন প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।  এতে ৩জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ