আজকের শিরোনাম :

হাজিপুরে সোনালী ব্যাংকের শাখা খোলার দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৯

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজিপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা সোনালী ব্যাংকের শাখা খোলার দাবি জানিয়েছেন।

কিশোরগঞ্জের হোসেনপুর, ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও নিয়ে তিন উপজেলা সীমান্তবর্তী চারদিকে ৩৩ বর্গ কিলোমিটার দুরে হাজিপুর বাজারের অবস্থান। হোসেনপুর উপজেলার দ্বিতীয় প্রাণ কেন্দ্র হিসাবে পরিচিত বাজারটি। এই বাজারকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

এছাড়াও স্কুল,মাদ্রাসা, এনজিও এবং ইন্স্যুরেন্সসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন ব্যবসায়ের আমদানিকৃত অর্থ দূরবর্তী বিভিন্ন ব্যাংকে জমা দিতে হয়। অপরদিকে কোনো ব্যাংকের শাখা না থাকায় বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা ভোগীরা প্রত্যন্ত অঞ্চল থেকে কষ্ট করে উপজেলা সদর থেকে ভাতা নিতে হয়।

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কো. ডল. হোসেনপুর জোন অফিসের ইনর্চাজ মো. রহমত আলী জানান, দীর্ঘদিন ধরে তিনি হাজিপুর বাজার সোনালী ব্যাংকের শাখার দাবি করে আসছেন।

হাজিপুর গ্রামের সৌদি প্রবাসী আলমগীর জানান, কয়েকবার উপজেলা সদর ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়তে হয়।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ