আজকের শিরোনাম :

ডোমারে নৈশ কোচের ধাক্কায় বৃদ্ধ নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৮

সুস্থ্য নাতীকে আর দেখতে পেলেন না দাদু জয়নাল আবেদীন। তার আগেই ঘাতক বাসের ধাক্কায় তার মৃত্যু ঘটে। শনিবার সন্ধায় উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামে ঘটনাটি ঘটে।

ঢাকা থেকে ডোমারগামী একটি নৈশ কোচের ধাক্কায় জয়নাল আবেদীন(৭০) নিহত হন। জয়নাল আবেদীন শালমারা গ্রামের মৃতঃ তমিজ উদ্দিনের ছেলে।

পরিবার সুত্র জানায়,জয়নাল আবেদীনের এক নাতী অসুস্থ্য হয়ে দীর্ঘদিন থেকে রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।সুস্থ্য হয়ে সে শনিবার বিকালে বাড়ীতে আসার কথা। তার আসার খবরে জয়নাল আবেদীন বাড়ীর অদুরে রাস্তার পাশে নাতীকে দেখার অপেক্ষায় দাড়িয়ে থাকে।এ সময় ঢাকা থেকে ডেমারগামী তয়েজ পরিবহনের একটি কোচ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু ঘটে।

ডোমার থানার অফির্সাস ইনচার্জ মোঃ মোকছেদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর 

এই বিভাগের আরো সংবাদ