আজকের শিরোনাম :

হুমকিতে সীতাকুণ্ড আওয়ামী লীগের পূর্বঘোষিত পথসভা স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২১

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোন্দল মিটিয়ে নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে সীতাকুণ্ডে পথসভাটি স্থগিত করেছে আওয়ামী লীগ।

সমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগে নাটকীয়ভাবে এ কর্মসূচি বাতিল করায় সীতাকুণ্ডে দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা আর ক্ষোভ দেখা দিয়েছে। কেন্দ্রের নির্দেশে পথসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ ছালাম।

জানা গেছে পূর্ব নির্ধারিত পথসভায় যোগদিলে হামলা করা হবে, এমন হুমকি পাওয়ার পর সমাবেশে যেতে অপারগতা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগ সীতাকুণ্ডে তাদের পথ সভা স্থগিত করেন। এদিকে হামলার হুমকির পরপরই সীতাকুণ্ডে যান ডিজিএফআইসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য দিদারুল আলম বলেন, পথসভার বিষয়ে আমি কিছু জানি না। আমি অন্য কাজে ব্যস্ত থাকায় পথসভায় যাচ্ছি না। পথসভায় যোগ না দিতে কেউ হুমকি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাকে কেউ হুমকি দেয়নি। তবে লোকজনের মুখে শুনেছি আমি সমাবেশে গেলে হামলা করা হবে।

জানা গেছে সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য প্রয়াত আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল কাসেম মাষ্টারের ছেলে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এম এ মামুনের সাথে বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমের বিরোধ চলে আসছে। এনিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।  হতাহতের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে আসন্ন সংসদ নির্বাচনের আগে সীতাকুণ্ডে দলীয় বিরোধ নিষ্পতির লক্ষ্যে কেন্দ্রের নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ উদ্যোগ নেয়।

তার অংশ হিসেবে আজ শনিবার বিকালে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে চট্টগ্রামে আসা নির্বাচনী বহর পথসভায় মিলিত হওয়ার কথা ছিল।
হুমকির বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এমএম মামুন বলেন, আমরা কেন হুমকি দেবো..? পথসভা সফল করতে আমার লোকজন প্রস্তুতি সম্পন্ন করেছে। ৭ থেকে ৮ হাজার লোক নিয়ে তার পথসভায় যোগ দেয়ার কথা ছিল। অন্যদিকে (এমপি দিদার) এলাকায় জনবিচ্ছিন্ন, তার কোন লোকজন নেই। তাই তিনি মিথ্যা হুমকির কথা বলে পথসভা বন্ধ করেছেন।

মামুন বলেন, আমাকে হেয় করার জন্য মিথ্যা হুমকির কথা প্রচার করা হচ্ছে। অথচ সকাল থেকে ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুলিশ কর্মকর্তারা এসে সরেজমিনে দেখেছেন এখানে হুমকি বা সে ধরণের কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম বলেন, কেন সীতাকুণ্ডের পথসভা স্থগিত করা হয়েছে আমি জানি না। তবে কেন্দ্রের সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে।  হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।

বিষয়টি জানার জন্য পুলিশের সীতাকুণ্ড সার্কেলের এএসপি সম্পারানী সাহার অফিসিয়াল মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করে বার বার কেটে দিয়েছেন।

তবে সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের পথসভাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তবে সভাটি স্থগিত করার বিষয়ে দলের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। আমি বাইরে থেকে শুনেছি পথসভা বাতিল হয়েছে। তবে কেউ কোন ধরণের হুমকির বিষয়ে আমাদেরকে অভিযোগ করেনি।

 

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ