আজকের শিরোনাম :

গলাচিপায় রিক্সা চালকের বাড়িঘর পুড়ে ছাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩ | আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পশ্চিম মাঝগ্রামে আজ ২২ সেপ্টেম্বর (শনিবার) আনুমানিক বেলা ১১ টার সময় রিক্সা চালক  নূরু মাঝীর বসত বাড়িতে আগুন লেগে বিলিন হয়েগেছে।  নিজ বসত বাড়ির ঘর বাচাঁতে গিয়ে গুরুতর আহ হয়ে গলাচিপা সরকারী হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।  

সরজমিনে গিয়ে জানা যায়, নিত্যদিনের কাজ করার সময়  বাড়িতে ছাই দিয়ে গোয়াল ঘর পরিস্কার করে আহত গৃহবধূ নূরু মাঝীর স্ত্রী রোকেয়া বেগম। কোন কিছু বুঝার আগেই ধিরে ধরে আগুনের সূত্রপা হয় বলে ধারনা করছে ক্ষতিগ্রস্ত পরিবার। এক সময় আগুনের লেলিহান বাড়ি ঘরের চার পাশ ছরিয়ে পরলে সর্বনাশা আগুন কেরে নেয় রিক্সা নূরু মাঝীর মাথা গুজার শেষ সম্ভলটুকু।
 
স্থানীয়  জনসাধারণ মোঃ শহিদুল মুন্সী, আলম মৃধা, মোঃ শহিদুল, মতালে মাঝী ও ইব্রাহিম মুন্সী সহ অনেকেই জানায়,  আগুনে পুরে জাওয়া ঘরটি বাচাঁতে আমরা চেষ্টা করেছি, কিন্তু আগুনের তিব্র তাপে আগেতে পারিনি,  ততক্ষণে আগুনে সব শেষ।  

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেন রিয়াদ স্থানে না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি দিয়ে খোজ খবর নিচ্ছেন বলে প্রতিবেদককে জানান।

অপর দিকে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিব আহমেদের মুঠোফোনে জানালে তিনি সরকারী অনুদানের ব্যবস্থা নিবেন বলে প্রতিবেদককে জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারী সয়হতায় মাথা গুজার ঠায় ফিরে পাবে এটাই বর্তমান সরকারে কাছে জনসাধারণের প্রত্যাশা।

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ