আজকের শিরোনাম :

ঝিনাইদহে দুর্ঘটনা রোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৮

ঝিনাইদহের দুর্ঘটনা রোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।  এ প্রশিক্ষণ কর্মশালায় সড়ক নিরাপদ রাখার এবং দুর্ঘটনা এড়ানোর জন্য চালক ও হেলপারদেরকে বিভিন্ন নিয়ম কানুন ও দিকনির্দেশনা দেওয়া হয়। সড়কে ফিটনেস বিহীন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য বলা হয়।

এসব আইন অমান্য করলে কি ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে তা তাদেরকে অবহিত করা হয়। কর্মশালায় জেলা ও উপজেলার চালক ও হেলপাররা অংশ নেয়।

এবিএন/যবনিকা/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ