আজকের শিরোনাম :

নড়াইলে বিএনপির ৬ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০১৮, ১৮:৩২

নড়াইল, ১৭ মে, এবিনিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান টুকু, সাবেক সহসভাপতি জিএম ইদ্রীস ও ইউনিয়ন যুবদলের সভাপতি জিএম মাহামুদুল হাসান মিল্টনসহ বিএনপি, যুবদলসহ অঙ্গ সংগঠনের ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু যোগদানকৃত নেতৃবৃৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হাফেজ আব্দুল করিম একাডেমিতে এক জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২নং লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুস ছালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু ও প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিকদার আজাদ রহমান প্রমুখ।

জনসভায় দলের সাংগঠনিক তৎপরতা শক্তিশালী করতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোটদানের আহ্বান জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে এখন থেকেই তৃণমুল পর্যায়ে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

জনসভা শেষে লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান টুকু, সাবেক সহসভাপতি জিএম ইদ্রীস, কোষাধ্যক্ষ মো. আফজাল, ক্রীড়া সম্পাদক মো. চান মিয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাধারণ,  প্রচার সম্পাদক মো. লিটন শেখ, ইউনিয়ন যুবদলের সভাপতি জিএম মাহামুদুল হাসান মিল্টন, যুবদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম মিন্টুসহ বিএনপি, যুবদলসহ অঙ্গ সংগঠনের ছয় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এসময় অতিথিবৃন্দ যোগদানকৃত নেতাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

যোগদানকৃত নেতৃবৃন্দ বক্তব্যকালে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তত্বে দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডে সন্তোষ্ট হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করে দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান।

অনুষ্ঠানে ইউনিয়নের ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ