আজকের শিরোনাম :

ভোলায় প্রশাসনের উপস্থিতিতে ফেরিতে যাত্রী পারাপার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ২০:৪১

সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকামুখী ভোলার মানুষ কর্মস্থলে ফিরতে ইলিশা ফেরিঘাটে ভিড় জমিয়েছে। একপর্যায়ে কোস্টগার্ড ও নৌ-পুলিশ সদস্যদের উপস্থিতিতে যাত্রী বোঝাই করে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায় ফেরি। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ট্রলার ও স্পিডবোটে করে ভোলা থেকে লক্ষ্মীপুরে যাচ্ছে যাত্রীরা।

সরেজমিনে বুধবার (২৩ জুলাই) সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে এমনই চিত্র চোখে পড়ে। একরকম সরকার ঘোষিত বিধিনিষেধ ও বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে ফেরার জন্য ফেরিতে অধিক যাত্রী পারাপার করা হচ্ছে।

এ বিষয়ে ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি এখনো নিশ্চিত হইনি। ঘাটে কর্তব্যরত নৌ-পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে দেখছি।

ইলিশা ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ঘাট ম্যানেজার মো. পারভেজ খান জানান, লকডাউনের সময় ফেরিতে যাত্রী ওঠা-নামার বিষয়টি প্রশাসনের দায়িত্ব। এটা প্রশাসন দেখবে। আমাদের দায়িত্ব না।

আর ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ফেরিঘাটের বিষয়টি বিআইডব্লিউটিসির দায়িত্ব। আমি বিআইডব্লিউটিএর দায়িত্বরত সহকারী পরিচালক মো. কামরুজ্জামানকে জানাচ্ছি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ