আজকের শিরোনাম :

কি‌শোরগ‌ঞ্জে ২৪ ঘণ্টায় ৯ জ‌নের মুত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১০:১০

কিশোরগঞ্জে আশঙ্কাজনক হা‌রে বাড়‌ছে ক‌রোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলা ক‌রোনা আক্রান্ত ও উপসর্গ নি‌য়ে নয় জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে ছয়জনই প‌জে‌টিভ ছি‌লেন। এ নি‌য়ে মৃত্যুর সংখ্যা দাঁড়া‌লো ১১৯ জ‌নে। এ সময় শনাক্ত হয়েছেন ১১৯ জন।
কি‌শোরগ‌ঞ্জে ২৪ ঘণ্টায় ৯ জ‌নের মুত্যু

কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে ২৫০ আস‌নের ম‌ধ্যে ভ‌র্তি আছেন ১৮৬ জন। ১০টি আইসিইউর এক‌টিও খালি নেই।
এদি‌কে মে‌ডি‌কে‌লের আর‌পি পি‌সিআর ল্যাব বিকল হ‌য়ে পড়ায় বন্ধ র‌য়ে‌ছে নমুনা পরীক্ষা।

বৃহস্প‌তিবার (১৫ জুলাই) রা‌তে প্রকা‌শিত সি‌ভিল সার্জ‌নের রি‌পোর্ট অনুযা‌য়ী, গত ২৪ ঘণ্টায় জেলার তাড়াইল উপ‌জেলায় দুজন, ক‌টিয়াদী উপ‌জেলায় একজন, ভৈরব উপ‌জেলায় একজন ও নিকলী উপ‌জেলায় দু’জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তিনজন এবং অন্য হাসাপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় অপর তিনজ‌নের মৃত্যু হয়। এ ছাড়া সৈয়দ নজরুল মে‌ডি‌কে‌লে উপসর্গ নি‌য়ে মারা যান আরও তিনজন।

জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৩ জন, করিমগঞ্জ উপজেলায় চার, পাকুন্দিয়া উপজেলায় নয়, কটিয়াদী উপজেলায় ১৪, কুলিয়ারচর উপজেলায় আট, ভৈরব উপজেলায় ২০, নিকলী উপজেলায় দুই, বাজিতপুর উপজেলায় পাঁচ, ইটনা উপ‌জেলায় দুই, মিঠামইন উপজেলায় একজন ও অষ্টগ্রাম উপ‌জেলায় একজন শনাক্ত হয়েছেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৮৬ জন। যাদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।
বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী এক হাজার ৪৯২ জন। তাদের মধ্যে ১৮৬ জন হাসপাতালে ভ‌র্তি আছেন।

জেলায় মোট মৃত্যু ১১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪১, হোসেনপুর উপজেলায় পাঁচ, করিমগঞ্জ উপজেলায় আট, তাড়াইল উপজেলায় পাঁচ, পাকুন্দিয়া উপজেলায় সাত, কটিয়াদী উপজেলায় সাত, কুলিয়ারচর উপজেলায় পাঁচ, ভৈরব উপজেলায় ২৪, নিকলী উপজেলায় ছয়, বাজিতপুর উপজেলায় আট, ইটনা উপজেলায় এক ও মিঠামইন উপজেলায় একজন রয়েছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ