আজকের শিরোনাম :

লকডাউনে কিশোরগঞ্জে সঞ্চয়ের টাকা ফেরৎ পেল ব্র্যাকের হতদরিদ্ররা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১৮:৪১

করোনা ভাইরাস মহামারীর কারণে সরকার ঘোষিত লকডাউন পরিস্থিতিতে ব্রাক কিশোরীগঞ্জ এ্যরিয়ার উদ্যোগে ব্র্যাক সদস্যদের সাথে মোবাইলে যোগাযোগ, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সহ সংসার পরিচালনার জন্য হতদরিদ্র সদস্যদের মাঝে বিকাশের মাধ্যমে সঞ্চয়ের টাকা ফেরৎ  দেয়া হয়েছে।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ব্র্যাক মাইক্রোফিন্যান্স (দাবী) কর্মসুচির ৫টি শাখার উদ্যোগে লকডাউন পরিস্থিতিতে ৭০ জন ব্র্যাক সদস্যদের মাঝে বিকাশের মাধ্যমে ১লাখ ৯১ হাজার সঞ্চয়ের টাকা ফেরৎ দেয়া হয়েছে।

হতদরিদ্র এসব সদস্য বেকার পরিস্থিতিতে তাদের সঞ্চিত টাকা হাতে পেয়ে সকলের মুখে হাসি ফুটেছে। ব্র্যাক সদস্য জেসমিন (৩৮)বলেন, ‘লকডাউনত হামরা কোন কাজ করিবার পাই নাই, সঞ্চয়ের টাকা কোনা হাতত প্যায়া খুব উপকার হইছে ব্যাহে।’

ব্র্যাক মাইক্রোফিন্যান্স’র (দাবী) এলাকা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, ব্রাক কিশোরীগঞ্জ শাখা, পাড়েরহাট শাখা বড়ভিটা শাখা, টেংগনমারী শাখা ও বেলতলীবাজার শাখার ৭০ জন হতদরিদ্র ও কর্মহীন সদস্যদের মাঝে তাদের সঞ্চয়ের টাকা ফেরৎ দিয়ে তাদের অভাব পুরণের চেষ্ঠা করেছি আমরা।  
       
এবিএন/আব্দুর রউফ হায়দার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ