আজকের শিরোনাম :

ফরিদপুরে জেলা প্রশাসকের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী, ফাজেল খাঁর ডাঙ্গী ও এমপি ডাঙ্গিতে আবারো ভাঙন শুরু হয়েছে।

ফলে ভাঙনের কবলে পড়েছে বেশ কিছু বসত বাড়ি ও কয়েকশত একর ফশলি জমি। আর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ মানবেতর জীবন যাপন করছে।

গত কয়েকদিন ধরে ভাঙন শুরু হওয়ার খবর পেয়ে আজ ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

এসময় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার, চরভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ খান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, ভাঙন প্রতিরোধে আগামীকাল ২১ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ভাঙন কবলিত এলাকায় বালুভর্তি ব্যাগ ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, যে কোনো মূল্যে সম্পদ রক্ষায় ভাঙন রোধ করা হবে।

এবিএন/রুবেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ