সাঘাটায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত নিম্নাঞ্চল পানির নিচে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি অপরিবর্তিত থাকলেও নিম্নাঞ্চল এখনো পানির নিচে।

গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাঘাটা ইউনিয়নের গোবিন্দী, বাঁশহাটা, হাসিলকান্দি, হাটবাড়ী, উত্তর সাথালিয়া, দক্ষিণ সাথালিয়াসহ হলদিয়া ও জুমারবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোও এখনো পানির নিচে রয়েছে।

এসব এলাকার রোপা আমন ধান ক্ষেত, সবজি ক্ষেত পানির নিচে রয়েছে। বন্যাকবলিত মানুষদের জন্য এখন পর্যন্ত সরকারী কোন সাহায্য পৌঁছেনি।

সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, বন্যায় রোপা আমন ও সবজি ক্ষেত সহ প্রায় দেড়’শ একর পানিতে নিমজ্জ্বিত রয়েছে।  এছাড়াও নিম্নাঞ্চলে বসবাসকারী বন্যা দূর্গতদের জন্য এখন পর্যন্ত সরকারীভাবে কোন সাহায্য সহযোগীতা পৌঁছায়নি।

এবিএন/আসাদ খন্দকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ