আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জ কৃষি বিভাগের পার্চিং উৎসব অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ কৃষি বিভাগের উদ্যোগে বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষে আমন মৌসুমে ধানের পোকা দমনে বৈজ্ঞানীক পদ্ধতি পার্চিং উৎসব ২০১৮ উপজেলা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টায় উপজেলার সাপমারা ইউনিয়নের পন্ডিতপুর ব্লকে আই সি এম কৃষক সংগঠনের সহযোগীতায় স্থানীয় কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য ও বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষে আমন মৌসুমে ধানের পোকা দমনে বৈজ্ঞানিক পদ্ধতি পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।  

প্রদর্শনীতে ফসলের মধ্যে বাশেঁর কঞ্চি, ডাল, আড় পুতিয়ে দেয়ার উদ্বোধন করা হয়।  এতে পাখি বসিয়ে ধানের ক্ষতিকারক পোকা মাকড় খেয়ে ফেলবে। এভাবেই বিষ মুক্ত ফসল উৎপাদন করা সম্ভব।

পার্চিং উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ছাহেরা বানু, উপজেলা কৃষি বিভাগের এস এ পি পি ও মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আইয়ুব হোসেন, উপ-সহকারী রায়হান নবী ও  আই সি এম কৃষক সংগঠনের সদস্য বৃন্দ।

কর্মকর্তারা বলেন, এভাবেই উপজেলা ব্যাপী এই পার্চিং উৎসব এর পাশা পাশি হাট-বাজার গুলোতে সার ও কীটনাশকের দোকানে ভেজাল বালাই নাশক রোধে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/রাজ্জাক

 

এই বিভাগের আরো সংবাদ