আজকের শিরোনাম :

বদলগাছীতে গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৭

বদলগাছীতে গ্রাম আদালতে নারীর অংশগ্রহণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং ইউএনডিপি ও ইউরোপীয়ান ইউনিয়ন এর আর্থিক ও কারীগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাালয় এর অধীনে বাংালাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৯ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১টায় বদলগাছী উপজেলা প্রশাসন এর উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলোতে ইউনিয়ন পরিষদের মহিলাদেরকে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. শাম্মী আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল।

কর্মশালা পরিচালনা করেন ইউএনডিপি’র ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মো. শরিফুল ইসলাম, ইএসডিও এর জেলা সমন্বয়কারী মো. রাজিউর রহমান, ইএসডিও এর উপজেলা সমন্বয়কারী মো. আইয়ুব আলী প্রমুখ।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ