আজকের শিরোনাম :

শিবপুরে সাংসদ সিরাজুল ইসলাম মোল্লার সংবাদ সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৩

দৈনিক সংবাদপত্রে ‘সাংসদ থাকায় শিবপুর উপজেলার মাসিক সমন্বয় সভায় যাননি ইউপি চেয়ারম্যানরা’ শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।

১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে শিবপুরের স্থানীয় সাংসদের অফিস প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা বলেন, সংবাদপত্রে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। উপজেলার মাসিক সমন্বয় সভার আমি উপদেষ্টা মাত্র। এই সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান। তারা ওই সভায় কেন আসল না এই ব্যাপারে অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের শোকজ করেছে উপজেলা প্রশাসন। এই শোকজের পর ইউপি চেয়ারম্যানরা তাদের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছে।

তিনি আরো বলেন, ইউপি চেয়ারম্যানদের সাথে আমার কোন বিষয় নিয়ে দন্দ্ব নেই। তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমার সুনামকে ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রি মহল এই ঘটনা ঘটিয়েছে। সংসদ সদস্য হওয়ার পর গত ৫ বছর ধরে এই উপজেলার স্কুল, কলেজ, মন্দির-মসজিদ, রাস্তা-ঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীক পেয়ে বিজয় লাভ করলে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারব।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন জেলার সকল ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং দলীয় নেতা কর্মীরা ।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ