আজকের শিরোনাম :

পাকুন্দিয়ায় জালে আটকা পড়লো ৮ কেজি ওজনের আইড় মাছ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১৬:২৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে এক মাছ শিকারির জালে আটকা পড়েছে ৮ কেজি ওজনের একটি বড় আইড় মাছ।

আজ বুধবার (৭ জুলাই) সকালে মির্জাপুর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছটি ধরেন স্থানীয় মাছ শিকারি গিয়াস উদ্দিন। পরে মাছটি ৮ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী ক.ম. শফিকুজ্জামান।

জানা যায়, গিয়াস উদ্দিন মির্জাপুর এলাকার বাসিন্দা। তিনি একজন অপেশাদার মাছ শিকারি। নিজের পরিবারের প্রয়োজনে শখের বশে মাঝে মধ্যে মাছ শিকারে বের হন। বুধবার সকালে নদে জাল ফেলেন। সেখানে ৩ ফুট দৈর্ঘ্যের একটি বড় আইড় মাছ তার জালে আটকা পড়ে। শিকারের পর নদের তীরেই স্থানীয় লোকজন মাছটি দেখতে ভিড় জমায়। মাছটি অনেক বড় হওয়ায় নদের তীরেই দর দাম শুরু হয়ে যায়। তিনি মাছটির দাম হাঁকিয়েছিলেন ১০ হাজার টাকা। পরে একজন ব্যবসায়ী ক.ম শফিকুজ্জামান দর দাম করে মাছটি ৮ হাজার টাকায় কিনে নেন। ভালো দামে বিক্রি করতে পেরে মাছ শিকারি গিয়াস উদ্দিন উচ্ছ্বসিত।


এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ