আজকের শিরোনাম :

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩১

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন যাত্রী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের হাসপাতাল সংলগ্ন সবরিরতল এলাকায় গাইবান্ধাগামী আল্লারদান পরিবহন (ঢাকা মেট্রো-জ-২৬৮০) মিনিবাসের সামনের চাকা বাস্টো হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এসময় বাস চালক ও হেলপার পালিয়ে যায়।  আহতদের মধ্যে উপজেলার বেতকাপা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানসহ ১০ জন যাত্রী আহত হয়।  আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।  তাৎক্ষনিক আহতদের নাম জানা সম্ভব হয়নি।

পলাশবাড়ী থানা পুলিশ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে দূর্ঘটনা কবলিত মিনিবাসটি উদ্ধার করেন।  থানার অফিসার ইনচার্জ (চার্জ) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় ১০জন যাত্রী আহতের খবর নিশ্চিত করেন।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ