আজকের শিরোনাম :

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা: আত্মসমর্পণের পর কারাগারে ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১২

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আত্মসমর্পণের পর দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গণির আদালতে আত্মসম্পর্ণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে প্রেরণ করা দুজন হলেন, আয়নুল কাদের নিপু ও জাহেদুর রহমান জাহেদ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন মেয়াদ শেষ হলে সোমবার নি¤œ আদালতে আত্মসমর্পণ করে জাহিদ ও নিপু। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি জানান, কাল মঙ্গলবার দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে আদালতে।  নগর ছাত্ররীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে দক্ষিণ নালাপাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় গত বছরের ৬ অক্টোবর।

ঘটনার পর সুদীপ্তের বাবা নগরীর সদরঘাট থানায় হত্যা মামলা দায়ের করলে সদরঘাট থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। নিপু ও জাহেদসহ এই মামলার বর্তমানে ১১ জন আসামি কারাগারে রয়েছে।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ