আজকের শিরোনাম :

চট্টগ্রামে নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি করায় জরিমানা আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৮

অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরির অভিযোগে নগরীর কোতোয়ালি এলাকার জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডার সাধু মিষ্টিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন পরিচালিত বিশেষ ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।  অভিযানের নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

তিনি বলেন, বাসি মিষ্টির সিরাপ দিয়ে মিষ্টি তৈরি ও অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশের দায়ে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার, ভোক্তা অধিকার অফিসার হাসানুজ্জামানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা সহযোগীতা করেন।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ