আজকের শিরোনাম :

বোদায় জিংক ধানের বৈশিষ্ট্য ও উপকারিতা বিষয়ক কৃষক প্রশিক্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩২

বোদায় জিংক ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) বোদা উপজেলা কৃষি অফিস প্রশিক্ষন কেন্দ্রে হারভেষ্ট প্লাস প্রকল্প এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

কৃষক প্রশিক্ষণ কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপুণ বক্তব্য রাখেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন অর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন হারভেষ্ট প্লাস প্রকল্পের এআরডিও মোঃ রুহুল আমীন মন্ডল, আরডিআরএস এর কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিক প্রমুখ।  কৃষক প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন কৃষক অংশ নেন।  প্রশিক্ষণ কর্মশালায় জিংক ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।

এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ