আজকের শিরোনাম :

ডিমলায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮

‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে নিয়ে আজ ১৭ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ কৃষক সমিতির দেশব্যাপী উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কার্যক্রম ডিমলা উপজেলায় অনুষ্ঠিত হয়।

ভুমি অফিসের দূর্নীতি ও পল্লী বিদ্যুতের অনিয়ম হয়রানী বন্ধকরা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি শস্য ক্রয়কেন্দ্র চালুর দাবীতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ উপলক্ষে মনতাজ আলীর সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাহাবুবুল ইসলাম সম্পাদক সিপিবি-ডিমলা, মোঃ আব্দুল মজিদ- সভাপতি গণতন্ত্রী পার্টি ডিমলা, ডাঃ গোপাল চন্দ্র রায়, বাবু মনি সিংহ রায়, কমরেড রমেন্দ্র নাথ-সিপিবি নেতা ও বাংলাদেশ সমাজতন্ত্রীক দল নীলফামারী জেলা শাখার আহবায়ক মোঃ ইউনুছ আলী প্রমুখ।

বক্তারা ভূমি অফিসের দুর্নীতি, পল্লী বিদ্যুতের অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং ইউনিয়ন পর্যায়ে শস্য ক্রয় কেন্দ্র চালু করার জন্য সরকারের নিকট দাবী জানান।

এবিএন/বাদশা সেকেন্দার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ