কাউখালীতে মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৯

পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক সেবনের দায়ে রিপন হোসেন (২৫) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড এবং রিকচাঁন (১৭) নামে অপর মাদকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার সন্ধ্যায় কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার সুমী এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন কাউখালীর পার-সাতুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং রিকচাঁন শিয়ালকাঠী গ্রামের বাবুল স্বর্নমতের ছেলে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, রিপন ও রিকচাঁন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছিলেন। 

এসময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।  ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ২৬ ধারায় রিপনকে ৬মাসের কারাদ- দেয়া হয় এবং অপর মাদক সেবী রিকচান কে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়।


এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ