আজকের শিরোনাম :

গাইবান্ধায় দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২

গাইবান্ধায় দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ এক কর্মশালা আজ রবিবার (১৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

সিভিল সার্জন ডাঃ আব্দুস শাকুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সচিব মো. মোতাহার হোসেন, সদর হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আবু হানিফ, জাতীয় পুষ্টি পরিষদের ডাঃ আতাউর রহমান, নাজমুল সালেহিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল প্রমুখ।
কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

কর্মশালায় উল্লেখ করা হয়, স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদীর পরিকল্পনার মাধ্যমে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়িত হবে। এই পরিকল্পনায় শিশু-কিশোর ও গর্ভবর্তী মা’দের খাদ্যের পুষ্টিমান ঠিক রাখতে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। দেশের ১৭টির অধিক মন্ত্রণালয় এই জাতীয় পুষ্টি পরিষদের সাথে সংশ্লিষ্ট।  জাতীয় পুষ্টি পরিষদের উদ্যোগে এবং স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালা বাস্তবায়িত হয়। 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ