আজকের শিরোনাম :

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরুর ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪০

বাংলাদেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। টানা ১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘোষণা গৃহিত হয়।  বন্দর কর্তৃপক্ষের সাথে সিএনএফ এজেন্ট ও  বন্দর শ্রমিকদের দ্বন্দ্ব থাকার কারণে বন্ধ ছিলে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

গতকাল ১৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিতে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা স্থলবন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সকলের উপস্থিতিতে আলোচনায় বন্দরের সকল সমস্যা নিয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সভায় ব্যবসায়ী, শ্রমিক, সিআন্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষসহ উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে জানানো হয় বন্দরের সব সমস্যা যেন রোববার থেকে নিরসন হয় এবং বন্দরের কার্যক্রম দ্রুত সুষ্ঠুভাবে শুরু করা হয়।

বন্দরে দির্ঘদিন ধরে বাইরে পাথর আনলোড করে আসছিল ব্যাবসায়ীরা। তবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ায় জেলা প্রশাসক, কাষ্টম ও বন্দর কর্তৃপক্ষের যৌথ ভাবে বন্দর এরিয়ায় পাথর আনলোড করার সিদ্ধান্ত গৃহিত হলে এবং শ্রমিক মুজুরি নির্ধারীত হলে ব্যাবসায়ীক ধারা পূর্র্বের ন্যায় রাখার জন্য আমদানি রফতানি কারক এসোসিয়নের সভাপতি মেহেদী হাসান খান বাবলা ব্যাবসায়ীদের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (এসপি) গিয়াস উদ্দিন আহমদ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপৃক্ষের পরিচালক (ট্রাফিক) এবং যুগ্ম সচিব আনিছ আহমদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদ, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, এটিআইর পরিচালক বাবুল চেয়ারম্যান, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্তৃপক্ষ, সিঅ্যানএফ এজেন্টসহ অনেকেই।

এর আগে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সিএনএফ এজেন্ট , বন্দর শ্রমিক ও বন্দর কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বের কারণে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ ছিল।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ