আজকের শিরোনাম :

শেখ হাসিনার বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না : এমপি এনামুল হক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫

রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, যিনি মাদার অফ হিউম্যানিটি খেতাবে ভূষীত হয়েছেন সেই মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনরা বাংলাদেশে কাউকে আর গৃহহীন থাকতে হবে না। বাংলাদেশের সকল আশ্রয়হীনকে আশ্রয় দেওয়ার মহান ব্রত নিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন।  তাই জননেত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ গৃহহীন মানুষ আজ মাথা গোজার ঠাঁই খুজে পেয়েছে।

গতকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় জমি আছে ঘর নেই এমন ব্যক্তিদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনীল কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, কাচারীকোয়ালীপাড়া ইউপি চেয়ারম্যান আয়েন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারোয়ার আবুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, চেয়ারম্যান আজহারুল হক, ইউপি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য দুলাল উদ্দিন, আমজাদ হোসেন প্রমূখ।

উল্লেখ্য, আশ্রায়ন প্রকল্পের আওতায় গতকাল ১৪৪ টি গৃহনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ