আজকের শিরোনাম :

জনগণ নির্ভয়ে নৌকার বিজয় ঘটাবে : এমপি এনামুল হক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৭

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, উন্নত বাগমারা গড়তে হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।  আর এই বিজয় নিশ্চিত করতে একতাবদ্ধ হয়ে কাজ করে চলেছে বাগমারার আপামার জনগণ।  জনগণ জানে নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক।  নৌকার বিজয় ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না।  তাই সকলকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।  

আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।  বাগমারাসহ দেশের আপামার জনগোষ্ঠির উন্নয়নে রাজশাহী নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।  

গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, সাবেক সংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, মহিলা লীগের সাধারন সম্পাদক কোহিনুর বেগম, যুবলীগ সভাপতি আল মামুন, ভোট কেন্দ্রের আহ্বায় মামুনুর রশিদ বাদশা, ছাত্রলীগ সভাপতি আব্দুল মালেক নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জজ কোর্টের পিপি ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক প্রতীক দাস রানা, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, রিয়াজ উদ্দিন মাস্টার, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহসিন আলী, শ্রম সম্পাদক মকবুল হোসেন, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, জাহাঙ্গীর আলম, হারুণ অর রশিদ, শামসুল ইসলাম, হাতেম আলী, হাচেন আলী, আব্দুল বারী, ওমর আলী, আয়ুব আলী, আব্দুর রশিদ, আকবর আলী, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহার আলী, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, আব্দুল হাকিম প্রামানিক, সোলাইমান আলী হিরু, জেলা আওয়ামী লীগের সদস্য জাহানারা বেগম, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, নারগীস বেগম, মহিলালীগের সভানেত্রী মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রনজিত কুমার, সামসুল হক, মোজাম্মেল হক, আমজাদ হোসেন মৃধা, আজাহার আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক সোহাগ, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি শাহীনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নাদিরুজ্জামান মিলন প্রমুখ। এসময় উপজেলার সকল ভোট কেন্দ্রের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের সদস্যবৃন্দ।


এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ