আজকের শিরোনাম :

কালিগঞ্জে আব্দুল জলিল মেম্বর গণপিটুনিতে নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কষ্ণনগর ইউপি চেয়ারম্যান  কে এম মোশারফ হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী ৩ নয় ওয়ার্ড সদস্য আব্দুল জলিল গাইন গণপিটুনিতে নিহত হয়েছে।

গতকাল ১৫ সেপ্টেম্বর (শনিবার) রাত ৯ টার দিকে কৃষ্ণনগর বাজপরে যুবলীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল কৃষ্ণনগর ইউনিয়নে শংস্কারপুর গ্রামের ইয়াকুব আলী গাইনের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, চেয়ারম্যান মোশারফ হোসেন হত্যা মামলার প্রধান আসামী আব্দুল জলিল গাইনকে শুক্রবার ঢাকার গাজীপুর কালিয়ারকৈ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার রাত ৯ টার দিকে তাকে নিয়ে কৃষ্ণনগর বাজার এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে স্থানীয় জনগন তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।

পত্যক্ষদর্শী শামসুর রহমান ও ছফেদ আলী জানান, চেয়ারম্যান হত্যাকান্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে কৃষ্ণনগর হাইস্কুল মাঠে জনসভা চলছিল। এ সময় গ্রেফতারকৃত আসামী আব্দুল জলিলকে নিয়ে পুলিশ কৃষ্ণনগর বাজারে গেলে জনতা তাকে পিটিয়ে হত্যা করে। তবে ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, ঘটনা স্থলে লাশ ঘিরে রেখেছে পুলিশ। সেখানে বিক্ষব্ধ জনতা অবস্থান করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাতে জাতীয় পাটির নেতা কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কে এম মোশারফ হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় তার বড় মেয়ে সাদিয়া পারভিন বাদি হয়ে ১৯ জনসহ অজ্ঞাতনামা ১৮/২০ জনের নামে থানায় মামলা দায়ের করেন। এ পর্যন্ত এ মামলায় গ্রেফতারকৃত ৮ জনের মধ্যে ৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ