আজকের শিরোনাম :

বাউফলে জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩

জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কয়েকশ’ ভুক্তভোগী কৃষক-কৃষানীরা।  আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) পটুয়াখালীর বাউফলে  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সরকার উপজেলার নাজিরপুর গ্রামে একটি আধুনিক আবাসন প্রকল্প করার জন্য প্রায় ১২ একর উর্বর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে ঘটনার  দিন কয়েকশ’ ভূক্তভোগী কৃষক কৃষিানীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বেলা ১১টায় মানবন্ধন শেষে একটি  মিছিল ওই গ্রাম থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

নাজিরপুর গ্রামের প্রান্তিক কৃষক সোহেল রানা বলেন, শহরের কাছে দুই ফসলি জমিতে সরকার যদি আবাসন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করেন তাহলে আমারা না খেয়ে মরব। কারণ এ জমির ওপরই আমারা নির্ভরশীল।

কৃষক নেতা হাতেম সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে ঘোষনা করেন কোন আবাদি জমিতে কোন আবাসন প্রকল্প গ্রহণ করা যাবে না। তার পরেও কেন এ প্রকল্প? তিনি সরকারের সংশ্লিষ্ট দফতর কে নাজিরপুর গ্রামের এ প্রকল্প থেকে সরে আসার অনুরোধ করেন।

এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ