আজকের শিরোনাম :

‘বঙ্গবন্ধু গোল্ডকাপের মাধ্যমে জাতীয়মানের খেলোয়ার বেড়িয়ে আসবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৬ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৯

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর মাধ্যমে তৃণমূল থেকে জাতীয়মানের খেলোয়ার বেড়িয়ে আসবে।  লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।  যুব সমাজকে রক্ষা করতে হলে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং যুবকদেরকে ক্রীড়ামুখী করতে হবে।  তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলাকে ভালবাসতেন।  কারণ খেলাধুলা করলেই শরীর ও মন ভাল থাকে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ সারাদেশে যুব ও ক্রীড়া মন্ত্রনালায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করেছেন। তিনি ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।

আজ ১৫ সেপ্টেম্বর (শনিবার) মতলব নিউ হোস্টেল মাঠে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)'  এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তারা, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, জেলা পরিষদের সদস্য মোঃ আল-আমিন ফরাজী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  একেএম মাহাবুবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহির সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রোটা. কিশোর কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আখি, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামাল হোসেন, ঢাকা মহানগর ছাত্রলীগের অর্থ সম্পাদক রহমত উল্লাহ সরকার লিখন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম সোহাগ, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ কাইয়ুম ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ শরীফ পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলায় মতলব পৌরসভা ২-০ গোলে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। খেলায় রেফারী দায়িত্ব পালন করেন মহসিন পাটওয়ারী ও সহযোগিতায় ছিলেন, গোলাম কাদের মুকুল। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ