আজকের শিরোনাম :

রাত পোহালেই ডিমলায় নতুন ঘরে উঠবেন ভূমিহীন গৃহহীন পরিবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১৯:১৬

মুজিব জন্মশতবর্ষে  ডিমলায় ২০০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন নতুন বাড়ি। ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর যাহার স্পেস ৩৯৪ বর্গফুট। আগামী রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বাড়ি হস্তান্তরের সময় ডিমলায় ৪টি ইউনিয়নের মধ্যে গৃহহীন ও ভূমিহীন এসব পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে নতুন আবাস।

এইদিন থেকে তারা মুজিব শতবর্ষের উপহারের নতুন বাড়িতে মাথা গোঁজার ঠাঁই পাবেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ইতোমধ্যে ২য় দফায় ২০০ উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবার যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। উপকারভোগী এসব পরিবারের নামে ইতোমধ্যে কবুলিয়ত দলিল এবং খতিয়ানও সৃজন করা হয়েছে। আগামী রবিবার প্রধানমন্ত্রীর একযোগে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তাদেরকে নতুন বাড়িতে তুলে দেয়াসহ কবুলিয়ত দলিল এবং খতিয়ান হস্তান্তর করা হবে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯টায় বাড়িসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করার চুড়ান্ত  প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান ও উপ-সহকারী প্রকৌশল ফেরদৌস আলম।

এবিএন/বাদশা সেকেন্দার/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ