আজকের শিরোনাম :

কুড়িগ্রামে অলৌকিকভাবে বেঁচে গেল শিশু শাকিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৭ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৫

পানির নীচে প্রায় আধ ঘন্টা ডুবে থাকার পরও অলৌকিক ভাবে বেঁচে গেছে দেড় বছর বয়সের একটি শিশু। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কড়াইবরিশাল গ্রামে।

শিশুটির মা শাপলা বেগম(৩৫) জানান, তার ছেলে শাকিব সবে হাঁটতে শিখেছে। শনিবার সকাল ১১টার সময় শিশুটিকে আঙ্গিনায় রেখে তিনি পারিবারীক কাজ করছিলেন। প্রায় ২০ মিনিট পর হঠাৎ তিনি দেখেন শিশুটি আঙ্গিনায় নেই।

অনেক খোজা-খুজির পর হঠাৎ বাড়ী সংলগ্ন একটি পুকুরের পানিতে শিশুর মাথার সামান্য অংশ ভাসতে দেখেন তিনি। পানি  থেকে শিশুটিকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয়।

শিশুটির বাবা ইছুব আলী বলেন,অলৌকিক ভাবে তার শাকিব বেঁচে আছে। আল্লাহ নিজ হাতে তাকে বাঁচিয়ে দিয়েছেন। হাসপাতালে কর্তব্যরত স্যাকমো নাজমুল হক বলেন, শিশুটি এখনও বেঁচে আছে। তাকে অক্সিজেন সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা 

এই বিভাগের আরো সংবাদ