আজকের শিরোনাম :

ভোলায় শিক্ষার্থীদের মধ্যে পোষক ও ল্যাপটপ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৪

ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার মান্নোয়ন ও ঝরেপড়া রোধে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ৮টি ইউনিয়নের ৮শ’ শিক্ষার্থীর মঝে স্কুল ড্রেস এবং ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে ১টি করে ল্যাপটপ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। 

আজ ১৫ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১২টায় বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে স্কুলড্রেস ও লেপটপ বিতরণ করা হয়। 

এসময় সাংসদ আলী আজম মুকুল বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়েনে যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে। প্রতি উপজেলায় সকল স্কুলকে, মাল্টিমিডিয়ার আওতায় আনা হয়েছে। 

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, জনগণ ভোট দিতে ভুল করলে শেখ হাসিনা আবার ক্ষমতায় না এলে বাংলাদেশ ২০০ বছর পিছিয়ে যাবে। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিস মো. আবদুল কুদদূসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, জেলা পরিষদ সদস্য সাহাজাদা তালুকদার প্রমুখ। 

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ