আজকের শিরোনাম :

গফরগাঁওয়ে বাংলাদেশের খবর পত্রিকার বর্ষপূর্তি পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে বহুল প্রচারিত ‘বাংলাদেশের খবর’ পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

আজ ১৫ সেপ্টেম্বর (শনিবার) সকালে গফরগাঁও প্রেসক্লাবে প্রবীণ সাংবাদিক ফকির এ মতিনের সভাপতিত্বে আয়োজিত বর্ষপূতির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে.এম. এহসান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, তারিকুল ইসলাম রিয়েল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ, সাংবাদিক আতাউর রহমান মিন্টু, শেখ আব্দুল আওয়াল, রফিকুল ইসলাম খান, মানছুর আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের খবর পত্রিকার গফরগাঁও প্রতিনিধি নাজমুল হক বিপ্লব। 

বক্তারা বাংলাদেশের খবর পত্রিকার সাফল্য ও মঙ্গল কামনা করে বলেন, পত্রিকাটি শুরু থেকেই ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে। 

এসময় বক্তারা আশা প্রকাশ করে বলেন, বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি আরো পাঠক প্রিয়তা অর্জন করে বাংলাদেশে শীর্ষস্থান দখল করবে। 

আলোচনা সভার পর উপস্থিত সকলের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ