আজকের শিরোনাম :

লক্ষ্মীপুর সদর হাসপাতালকে ২৫০শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩০ | আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৪

বাংলাদেশ সরকারের বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, ‘বিএনপি নাকি ১০ বছর এ দেশে সুশাসন করেছে! তারা উন্নয়ন নয়, ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে।  মানুষের সেবা করেনি, করেছে লুটতরাজ।  আওয়ামী লীগ সরকার ১০ বছর পর ক্ষমতায় এসেই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে।’

আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের ৪৫ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, উন্নয়নের মাধ্যমেই আওয়ামী লীগ সরকার জনগের আস্থা অর্জন করে নিয়েছে।  বর্তমান সরকারের আর ৩/৪ মাস মেয়াদ আছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে স্বাস্থ্যসেবা খ্যাতসহ উন্নয়র ধারা অব্যহত থাকবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জনের ডা. মোস্তফা খালেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. এসএম মাকসুদ কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো আবদুস ছাত্তার প্রমূখ।

প্রসঙ্গ, লক্ষ্মীপুর বাসীর আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যেই গত ২০১৭সালের ১৪ মার্চ লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের জনসভায় ২৫০ শয্যা সদর হাসপাতালের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ভিত্তিপ্রস্থও স্থাপনের দীর্ঘ দেড় বছর পর গণপূর্ত বিভাগের অধিনে ৪৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের ১২তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু করা হয়।  ২৫০ শয্যা হাসপাতাল ভবণ নির্মাণের কাজ পায় ঢাকার ঠিকাধারী প্রতিষ্ঠান রূপালী জিএম কন্সিডিউম।

এবিএন/আবীর আকাশ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ