সোনাগাজীতে দূর্বৃত্তের হামলায় খেলোয়াড়, চেয়ারম্যানসহ আহত ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪

সোনাগাজীতে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু গোল্ডকাপ(অনূর্ধ্ব-১৭)এর সেমিফাইনাল খেলা শেষে ফেরার পথে পৌরসভার বাসষ্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দূর্বৃত্তদের হামলায় মজলিশপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড় ওসমান গনি পিয়াস, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, যুবলীগ সভাপতি ফারুক হোসেন আহত হয়েছে।  এর জের ধরে নিরাপত্তার কারন দেখিয়ে শুক্রবারের ফাইনাল খেলায় অংশগ্রহন করেনি মজলিশপুর একাদশ।  যার ফলে উপজেলা নির্বাহী অফিসার খেলা স্থগিত ঘোষনা করে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুল মাঠে আমিরাবাদ ইউনিয়ন একাদশ ও মজলিশপুর ইউনিয়ন একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা চলছিলো। এসময় একদল দূর্বৃত্ত মজলিশপুর একাদশের খেলোয়াড় বিঞ্চপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ওসমান গনি পিয়াসের উপর হামলা চালালে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করে।

খেলা শেষে মজলিশপুর একাদশের খেলোয়াড় ও সমর্থকরা ফেরার পথে বাস স্ট্যান্ডে পৌঁছলে তাদের উপর ১০/১২ জনের দূর্বৃত্ত হামলা চালায়।  এসময় তারা ফের ওসমান গনি পিয়াসকে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করে।  তাকে রক্ষা করতে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও যুবলীগ সভাপতি ফারুক হোসেন এগিয়ে গেলে দূর্বৃত্তরা তাদের উপর হামলা করে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

আহতদের চিকিৎসার জন্য সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গুরতর আহত ওসমান গনি পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।  হামলায় পিয়াসের বাম হাত ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও যুবলীগ নেতা ফারুক হোসেন জানান, কোন কারন ছাড়া হামলা চালানো হয়েছে।  প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ