আজকের শিরোনাম :

চকরিয়ায় বন্দুকসহ সন্ত্রাসী গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৮

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক  ও ৬ রাউন্ড তাজা কার্তুজসহ নুরুল আমিন (২৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এসময় ওই সন্ত্রাসীকে গ্রেফতার করতে গিয়ে থানার এএসআই জেট রহমান আহত হন। পরে আহত পুলিশ সদস্যকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গতকাল ১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ সোয়াগাজী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল আমিন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোপন সুত্রে খবর পায় সন্ত্রাসী নুরুল আমিন ডুলাহাজারা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো.আলমগীর, এসআই সুকান্ত চৌধুরী, এসআই আবদুল খালেক ও এএসআই জেট রহমানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স অভিযান চালিয়ে নুরুল আমিনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি বন্দুক ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করতে গিয়ে এএসআই জেট রহমান আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় সন্ত্রাসী নুরুল আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ