আজকের শিরোনাম :

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০১৮, ১০:৪৭ | আপডেট : ১৭ মে ২০১৮, ১০:৫৯

রাজশাহী, ১৭ মে, এবিনিউজ : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ আবুল হাসান ওরফে হাসান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার দিনরাত সাড়ে ১২টার দিকে নবগঙ্গা এলাকার পদ্মার ৫ নম্বর বাঁধের কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত হাসান ঘটিয়াল রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি দামকুড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল মালেক। 

র‌্যাব-৫-এর উপঅধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম বলেন, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা পূর্ব নবগঙ্গা এলাকায় অভিযানে যায়। এ সময় মাদক চোরাকারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে চোরাকারবারিরা পিছু হটলে হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ