আজকের শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০

৩য় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা। 

আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

উক্ত মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক পরেশ চন্দ্র রায়, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি বাসন্তী রানী, সাধারণ সম্পাদক জ্যেতিষ চন্দ্র বর্মন, রাণীশংকৈল উপজেলা শাখার মভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সাল হতে অদ্যবধি প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় অংশগ্রহনকারী বিদ্যালয়গুলো জাতীয়করনের আওতায় অন্তর্ভূক্ত করা হয়নি। আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে অবিলম্বে বিদ্যালয়গুলো জাতীয়করনের আওতায় আনার জন্য অনুরোধ জানান তারা।

পরে জেলা প্রশাসক আকতারুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রেরন করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ