আজকের শিরোনাম :

কাপাসিয়ায় বিএনপির ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬

কাপাসিয়ার ঘাগটিয়া চালাবাজার এলাকায় গতকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে থানা পুলিশ ককটেল বিস্ফোরনের ঘটনার অপরাধে বিএনপির ৩২ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০ জনকে আসামী করে কাপাসিয়া থানায় মামলা হয়েছে।  এ ঘটনায় পুলিশ ঘাগটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোতামিয়াকে গ্রেফতার করেছে। 

থানা সূত্রে জানা যায়, গত সোমবার আ স ম হান্নান শাহ’র ছেলে বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান দলীয় এক কর্মসূচী পালনকালে গ্রেফতার হন। এর প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা ভোর ৫ টায় জরো হয়ে সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টি বিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বলে দাবি করে। 

এ ঘটনায় কাপাসিয়া থানার এস আই দুলাল মিয়া বাদী হয়ে বিএনপির ৭২ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেছে। পরিবারের দাবি তোতামিয়া একটি কাজে গত সোমবার দুপুর ৩ টার দিকে সিএনজি যোগে চালাবাজার আসছিল। সিএনজিটি দরগারটেক এলাকায় এলে পুলিশ তোতামিয়াকে আটক করে। কিন্তু পুলিশ আটকের পরের দিনের একটি ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচী চলছিল। এ সময় পুলিশের লাঠিচার্জে কর্মসূচী পন্ড হয়ে যায়। এ ঘটনায় শাহ রিয়াজুল হান্নানসহ বিএনপির ৯ জন নেতা-কর্মী গ্রেফতার হন।

কাপাসিয়া থানার এস আই দুলাল মিয়া বিএনপির ৭২ জন নেতা-কর্মীর নামে মামলা ঘটনার নিশ্চিত করেছেন। 

এবিএন/নুরুল আমীন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ