আজকের শিরোনাম :

দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৯

নেত্রকোনার দুর্গাপুরে আজ বুধবার দিনব্যাপি পপি সীডস্ প্রোগ্রামের আয়োজনে ও স্ট্রম ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপি দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘দুর্নীতি মুক্ত জীবন গড়ুন, সততা ও শুদ্ধতার চর্চা করুন’’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে পপি সীডস প্রোগ্রামের উপজেলা সমন্বয়কারী হাজং সুমন রায় এর সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আকবর আলী মিয়া তালুকদার এর সভাপতিত্বে মুখ্য আলোচক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

অন্যদের মধ্যে আলোচনা করেন, পপি সীডস্ এর প্রোগ্রাম ম্যানেজার মো. ফরিদুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভুইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ এস এম শাকুর সাদি, ভেটেনারী সার্জন ডা. নাজনীন সুলতানা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি ত্যাগ করতে নিজের ইচ্ছাই যথেষ্ট। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায়, দেশ প্রেমিক ও স্বাধীনতার চেতনায় একটি শুদ্ধ সমাজ বিনির্মানসহ দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।  

 

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ