আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে ধরা পড়ল বিশালাকৃতির অজগর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৮

আজ বুধবার বিকেল ৩ টার দিকে  শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কে  লিচুবাড়ি এলাকায়  ছাগল খেতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ল বিশালাকৃতির একটি অজগর সাপ। আটক অজগরটি ১২ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের বলে জানিয়েছেন শ্রীমঙ্গলে অবস্হিত বন্যপ্রানী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব।

অজগরটি লোকালয়ে এসে লিচুবাড়ি এলাকায় একটি ছাগলকে কামড়ে ধরলে স্হানিয় ব্যবসায়ী শাহেদ মিয়ার  নজরে আসে। পরে  স্হানিয়  স্থানীয়লোকজনের সহায়তায়  অজগরটিকে আটক করে।

পরে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে খবর দিলে তিনি ঘটনাস্হলে যান এবং অজগরটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করে দেন।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ