আজকের শিরোনাম :

ভোলায় বাল্য বিয়ে রোধে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০

বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়ে ভোলায় স্কুল ভিত্তিক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পরানগজ্ঞ মাধ্যমিক বিদ্যালয়ে এই বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

ইউনিসেফ এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহরোধ কর্মসূচি (আইইসিএম)প্রকল্প এর আয়োজনে“শিক্ষার হার বৃদ্ধি করে,বাল্য বিয়ে রোধ করা সম্ভব”এই বিষয় শীর্ষক বিষয়কে সামনে রেখে অষ্টম শ্রেণির দুটি দল বির্তকে অংশ নেয়। এতে বিজয়ী হয় বিপক্ষ দল।  বিজয়ীরা হলেন-রুহান কাদের,সামাদুর রহমান,ও মেহেদী হাসান।  এতে বিভিন্ন শ্রেনীর শতাধিক শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগী উপভোগ করে।

পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো:হাবিবুর রহমান। 

এসময় আরো উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব, কোষ্টট্রাস্ট আইইসিএম প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ মজুমদার, সহকারী শিক্ষক মো: শাহাবুদ্দিন, মো: জাফর আলী, মো: রফিকুল ইসলাম, আমেনা বেগম, আব্দুল মান্নান, এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু, গেইম ফেসিলেটর হেলাল উদ্দিন, ইউনিয়ন সমন্বয়কারী রেশমা বেগম প্রমুখ।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ