আজকের শিরোনাম :

‌‘পুরোনো বৃত্ত ভেঙ্গে জনগণের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে হবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৮

স্থানীয় সরকার বিভাগের মাঠ পর্যায়ে পুরোনো বৃত্ত ভেঙ্গে বেরিয়ে এসে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে হবে।  তাদেরকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে হবে।  আমরা যারা সরকারের মাঠ পর্যায়ে কাজ করছি সকলে মিলে কাজ করলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে তিনি আরো বলেন, জাতীর জনক দেশের প্রান্তিক মানুষদের নিয়ে তাদের সক্ষমতার কথা ভাবতেন বলে জানান এই কর্মকর্তা। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এরাদুল হক, অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা প্রমুখ।  এ কর্মশালায় জেলা স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধি অংশ নেন।

এবিএন/কে এম রুবেল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ