আজকের শিরোনাম :

পলাশবাড়ীতে উগ্রবাদী কার্যকলাপ প্রতিরোধ শীর্ষক বিতর্ক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৩

গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিটিটিউট (বিইআই)-এর সার্বিক তত্ত্বাবধানে “সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ নয়- নিয়ন্ত্রণের মাধ্যমে উগ্রবাদী কার্যকলাপ প্রতিরোধ করতে হবে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আজ ১১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েঠে।

উপজেলার পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ এবং মাঠেরবাজার আবু বক্কর সিদ্দিক ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থী বিতর্কিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

সম্মানিত মর্ডারেটর উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের উপস্থাপনায় বিচারক হিসেবে ছিলেন যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহিশ শাফি, উদ্যোগ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক ও ‘বিইআই’ স্থানীয় সমন্বয়ক খন্দকার জিল্লুর রহমান।

পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ‘বিইআই’ মহাপরিচালক গোলাম হুমায়ুন কবির, উপ-পরিচালক মি. আশিষ বণিক ও গবেষণা সহকারি এম. ফজলে রাব্বি।

শেষে সম্মানিত বিচারকদের রায় অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ