আজকের শিরোনাম :

বাউফলে ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু হয়নি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২

খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সারাদেশে এই মাসের ১ তারিখ হতে চাল বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও পটুয়াখালীর বাউফল উপজেলায় এখনও তা শুরু হয়নি। উপজেলার কোন ইউনিয়নেই এই কর্মসূচীর চাল বিক্রি শুরুর খবর পাওয়া যায়নি। ফলে প্রধানমন্ত্রী ঘোষিত ওই কর্মসূচী থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হতদরিদ্ররা।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায় ১০ টাকা কেজি দরে চাল কেনার সুবিধার আওতায় বাউফল উপজেলায় কার্ডধারী পরিবারের সংখ্যা ১৯ হাজার ২২১টি। চাল বিক্রির জন্য উপজেলায় ১৫টি ইউনিয়নে ৪০ জন ডিলার নিযুক্ত আছে।

এব্যাপারে দাশপাড়া ইউনিয়নের ডিলার মাইনুল ইসলাম বলেন সরকারি ছুটির পর (৯ সেপ্টেম্বর) খাদ্য অফিস খুলেছে তাদেরকে ২/১ দিনের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

এবিষয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ ছালাম জানান তারা চিঠি পেয়েছেন বর্তমান মাসের চার তারিখ। ডিলারদের খবর দিলে তারা টাকা সংগ্রহ করে যোগাযোগ করতে পারেনি বিধায় যথা সময় চাল দেওয়া শুরু করা হয়নি। আগামী ২ /১ দিনের মধ্যে চাল দেওয়া শুরু হবে।

এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ