আজকের শিরোনাম :

দুর্যোগ ঝুঁকি মোকাবেলায়

কয়রায় সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির সহয়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সাইক্লোন শেল্টার পরিচালনা, সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আজ ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা। তিনি তার বক্তব্যে দুর্যোগ মোকাবেলায় সাইক্লোন শেল্টারের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্তদের এক্ষেত্রে করনীয় বিষয়গুলো যথাযথভাবে পালনে আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

কর্মশালায় আরো বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান এড. শেখ আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ খান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, ইউজিডিপি’র দিপংকর কুমার মল্লিক, প্রধান শিক্ষক মোস্তফা শহিদ সরোয়ার, ইউপি মেম্বর নাজমুচ্ছাদাত, লুৎফর রহমান, রোজনুজ্জামান প্রমুখ।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন, ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সাইক্লোন শেল্টারগুলো সার্বক্ষনিক পরিস্কার পরিচ্ছন্ন রাখা সহ দুর্যোগের সময় এগুলোর যথাযথ ব্যবহার ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যদের অধিক আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। 


এবিএন/শহিদুল্লাহ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ