আজকের শিরোনাম :

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪

এক সপ্তাহের ব্যবধানে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুই শিশুর মৃত্যু ও এক শিশু গুরুতর আহত হয়।  উপজেলার তরগাঁও গ্রামের ঋষি পাড়া এলাকায় গতকাল শনিবার রাত ৭টার দিকে অটো রিকসা চালক মিঠুনের ছেলে মৃদুল (৪) বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। গত ৩১ আগষ্ট উপজেলার চরখামের গ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু জোনায়েত (৬) মারা যায়। গত ৬ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার নবীপুর গ্রামে শিশু রাকিবুল হাসান মাহিদ (৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
 
পারিবার সূত্র জানায়, নিজের বসত ভিটার উত্তরের ঘরে খেলার ছলে টেবিল ফ্যানের পুরোনো সুইসের তারে হাত দিলে মৃদুল বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় সে ছিটকে পড়ে যায়। পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, একমাত্র শিশু সন্তানকে হারিয়ে পরিবারের লোকজন পাগল প্রায়।  

অপর দিকে, নিহত জোনায়েত এর চাচা কবির হোসেন জানান, চরখামের গ্রামে নানা বাড়ী বেড়াতে এসে অটোচালক মোর্শেদ এর ছেলে জোনায়েত এর মৃত্যু হয়।  সে নানা বাড়ী থেকে সোনারুয়া নিজের বাড়ীতে ফেরার পথে একটি অটো রিকসা চাপা দিলে সে স্পটেই মারা যায়।

সড়ক দুর্ঘটনায় আহত রাকিবুলের মা জানান, আমার ছেলে রাকিবুলকে ঢাকার উত্তরা সিন সিন জাপান হাসপাতালে ভর্তি করি। সে এখনো আইসিওতে রয়েছে। কাপাসিয়া টোক সড়কে নবীপুর নামক স্থানে স্কুলে যাওয়ার পথে অনন্য ক্লাসিকের একটি বেপোরোয়া বাস তাকে চাপা দিলে ছিটকে পড়ে যায়।

 

এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ