আজকের শিরোনাম :

বিরামপুরে বিজিবি কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৮

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনস্থ কাটলা বিশেষ ক্যাম্প সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ চোরা পথে আসা ৪১৪ বোতল ফেন্সিডিল আটক করেন। ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস এম রেজাউর রহমান (পিএসসি)গত ৮ সেপ্টেম্বর রাত্রী ১১টায় বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্পের হাবিলদার শ্রী রাজকুমার কে সীমান্ত এলাকায় দ্রুত টহল দলকে নিয়ে অভিযান চালার নির্দেশ দেন।

টহল দল সীমান্ত এলাকার বেগমপুর এলাকায় গেলে চোরাকারবারীর একটি দল বিজিবিকে দেকে একটি পোটলা ফেলে পালিয়ে যান। সেখান থেকে ৪১৪ বোতল উদ্ধার করেন। যার মূল্য ১,৬৫,৬০০ টাকা। আটক কৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা হয়েছে বলে জানাযায়। তবে বিজিবি’র অধিনায়ক সাংবাদিককে জানান, সীমান্তে মানুষ হত্যা শূন্যের কোটায় এসেছে,চোরাচালান,নারী ও শিশু পাচারসহ সীমান্ত বিরোধ এখন নেই। সীমান্তে এলাকায় যারা বসবাস করছে তারা এখন অনেক সচেতন। দুষ্ট প্রকৃতির কিছু লোক এসব কাজ করে।

 

এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ